Loading..

মুজিব শতবর্ষ

০১ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৪৭ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান------ তোমাকে জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্দ্বাঞ্জলী...
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান------
মুজিব
নামের ভাবার্থের গভীরতায় যতটা সজীব, চীরঞ্জীব, বৈশ্বিক ব্যাসার্ধ আলোকিত করেছে তা আজও সূর্যকে প্রবলভাবে ঈর্ষান্বিত করে।
বঙ্গবন্ধু
শব্দটি উচ্চারণ করলে শরীরের বেশ কয়েকটি জায়গায় প্রতিধ্বনি হয়ে আন্তহৃদয় সুখগাম্ভীর্যে প্রকম্পিত ভালোবাসায় উদ্ভাসিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি ডাকলে বাংলার মূল শেকড়ের অস্তিত্ব হাড়ে হাড়ে উপলব্ধি করি সংগোপনে, প্রচ্ছদে ভেসে ওঠে নবজাতক সাদা কালো বাংলাদেশ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গৌরব রাঙ্গা বাক্যটি উপলব্দি হলে দেশপ্রেমের চেতনায় বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রতিদিন মরে যেতে ইচ্ছে করে।
শুধুই ১৫ই আগষ্ট নয়,
হৃদয়ে বাঁধানো তোমার জীবন্ত প্রতিকৃতিতে শ্রদ্ধা, ভালোবাসা নিরন্তর উপচে পড়ে প্রতিদিন।
টুঙ্গিপাড়ার খোকা থেকে মুজিব,
মুজিব থেকে শেখ মুজিবুর রহমান,
অবশেষে আজ,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান------ তোমাকে জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্দ্বাঞ্জলী...

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি