Loading..

প্রেজেন্টেশন

০১ সেপ্টেম্বর, ২০২০ ০৪:৫৬ অপরাহ্ণ

আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য (গর্ভধারণ)

সম্মানিত প্যাডাগোজি রেটার মহোদয়গণ, সেরা কনটেন্ট নির্মাতা, উদ্ভাবক, আইসিটি জেলা এম্বাসেডরগণ এবং শিক্ষক বাতায়নের সম্মানিত শিক্ষক মন্ডলী ও সুধীআপনাদের মূল্যবান পরামর্শ ও রেটিং প্রত্যাশা করছি। আপনাদের সুচিন্তিত মতামত আমার সামনে চলার পথকে আরও সুদৃঢ় করবে। করোনাকালীন এই বৈরী পরিস্থিতিতে সবাই ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন। আপনি সুস্থ্য থাকলে সুস্থ্য থাকবে আপনার পরিবার; সুস্থ্য থাকবে আমাদের দেশ।

শিখনফল

এই পাঠ থেকে শিক্ষার্থীরা......

১. গর্ভধারণ বলতে কী বুঝায় তা বর্ণনা করতে পারবে;

২. পরিনত বয়সে গর্ভধারণের সুফল বর্ণনা করতে পারবে;

৩. অপরিনত বয়সে গর্ভধারণের ফলাফল বিশ্লেষণ করে এর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।