Loading..

প্রকাশনা

০৪ সেপ্টেম্বর, ২০২০ ০৭:১৩ অপরাহ্ণ

কবিতা

***** করুণা কর *****

------------তরণী কান্ত অধিকারী

 

তোমার প্রিয় সুন্দর সৃষ্টির মাঝে

এ কোন নিষ্ঠুর খেলায় মেতেছো আজ,

কোন অপরাধে তুমি কেড়ে নিচ্ছো

অকালে লাখ লাখ মূল্যবান প্রাণ ।

আমাদের কাঁদিয়ে আতংকে ভাসিয়ে

প্রতিদিন হাজার হাজার মানুষের নাম

যোগ হচ্ছে মৃত্যুর চলমান তালিকায়,

মোট জনসংখ্যার তুলনায় হয়তো বা

এ টুকু খুব বেশি সংখ্যায় নয়

তবু আমি খুব মর্মাহত হই

যখন তোমার সৃষ্টির কোন ফুল ঝরে যায়

জানি যে একবার চলে যায় অন্তযাত্রায়

সে আর কোনদিনই ফিরে আসে না,

তোমার নির্দয়তায় যার কিছু হারায়

সেই তো বুঝে  হারানোর কী মর্মবেদনা

অন্যের তাতে কিবা এসে  যায় !

আমাদের চারপাশে অজানা ঘাতক

আজ ওতপেতে আছে ধবংসের নেশায়

যা মুহূর্তেই কেড়ে নিতে পারে

তোমার আমার সাধের জীবন ।

তোমরা যে যাই বলো  না কেন

আমি আরো কিছুটা সময়  থেকে যেতে চাই

তোমার সৃষ্টির সুন্দর এই ধরায়,

তাই প্রার্থনা করোনা নয় করুণা কর

হে বিধাতা দয়াময় ।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি