Loading..

প্রেজেন্টেশন

০৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:২৮ পূর্বাহ্ণ

জ্যামিতির প্রাথমিক ধারনা।

জ্যামিতি: যে শাস্ত্র পাঠ করিলে ভূমি বা স্থান পরিমাপের যাবতীয় বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে জ্যামিতি বলে।

বিন্দু :যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কিছুই নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে।

রেখা: বিন্দু চলার পথকে রেখা বলে।

কোণ : একটি সরলরেখা অন্য একটি সরলরেখার প্রান্ত বিন্দুতে মিলিত হলে একটি কোন উৎপন্ন হয়।

চর্তুভুজ : চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চর্তুভুজ বলে।

সামান্তরিক : যে চর্তুভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল,তাকে সামান্তরিক বলে।

রম্বস: যে চর্তুভুজের চারটি বাহু সমান কিন্তু কোন কোনই এক সমকোন নয় তাহাকে রম্বস বলে।

আয়তক্ষেত্র: যে চর্তুভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন এক সমকোন তাহাকে আয়তক্ষেত্র বলে।