Loading..

মুজিব শতবর্ষ

১৪ সেপ্টেম্বর, ২০২০ ০১:৪৮ অপরাহ্ণ

মুজিব বর্ষ

অবশেষে "স্বপ্ন" স্বপ্নের মতই ধরা দিল।সকল প্রস্তুতি সম্পন্ন করার পর গতকাল(২৫/০৮/২০২০ ইং) সন্ধ্যায় ইউএনও  স্যার জানালেন ডিসি স্যার আজ আসবেন না।সাথে সাথে সবকিছু স্থবির হয়ে যায়।সকাল বেলা মনোহরদী তে ডিসি স্যারের সাথে দেখা হলে স্যারও থাকতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেন।আমিও মন খারাপ করে চলে আসি।দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম। এর ই মাঝে ঠিক ২.৩৩ এ AC Land স্যারের ফোন ডিসি স্যার আসছেন। স্যার কে "আপনারা  এখন কোথায় আছেন" প্রশ্ন করা হলে উত্তর  আসে "আমরা হাতিরদিয়া ক্রসিং"।  শুরু হল দৌড় আর দৌড়, মনে হল অলিম্পিক শিরোপা জেতার দৌড়।  ২.৩৩মি-২.৪০মি এই ৭ মিনিট আমি কি করেছি কিছুই বলতে পারব না। কিভাবে বিদ্যালয়ে উপস্থিত হলাম, কিভাবে গর্ত করলাম, কিভাবে চারা রেডি করলাম তার কিছুই ব্যাখ্যা করতে পারব না। অবশেষে ২.৪০ মিনিটে  মুজিব শত বর্ষে ডিসি  স্যার আমাদের বিদ্যালয়ে ক্যান্সার প্রতিরোধক বিরল প্রজাতির বৃক্ষ "করোসল " রোপণ করে, আবার আসবেন বলে ২.৪৭ মিনিটে  বিদায় নেন। ডিসি স্যারের আগমনের বার্তাটি সময়মত দিতে পারিনি বলে বিদ্যালয়ের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আশা করি আবারো একদিন স্যার আমাদের মাঝে হাজির হবেন, নতুন সাজে,নতুন পরিবেশে,নতুন আংগিকে। সবাই ভালো থাকুন,নিরাপদ থাকুন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি