Loading..

উদ্ভাবনের গল্প

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:০৭ পূর্বাহ্ণ

একটি বিদ্যালয়ের মাঝে হাজার বিদ্যালয়

একটি বিদ্যালয়ের মাঝে  হাজার বিদ্যালয়-

একটি বিদ্যালয়ের মাঝে হাজার বিদ্যালয়- এই শিরোনামে শিক্ষক বাতায়নে” উদ্ভাবনী গল্প” বিভাগে  আমি একটি  ভিডিও আপলোড করেছি।এ উদ্ভাবনী গল্প এখন আর স্বপনো নয়,এখন আমি আমার বগুড়া জেলার  অন্তর্গত আদমদীঘি উপজেলায় বাস্তবে রুপ দিয়েছি।গল্পটা এ রকম

আমার বিদ্যালয়ে সরকার থেকে দুইটি ল্যাপটপ ও দুইটি প্রজেক্টর পেয়েছে । আমরা সব শিক্ষক এ সব দিয়ে ম্যাল্টিমিডিয়া ক্লাস সহ বিভিন্ন শিখণ শিখানো কাজ করছি কিন্তু সৃজনশীল চিন্তায় বসে না থেকে  অনলাইন এর মাধ্যমে আমার বিদ্যালয়ের বাচ্চাদের সাথে অন্য  বিদ্যালয়ের বাচ্চাদের সাথে সরাসরি ক্লাস নেওয়া ব্যবস্থা গ্রহণ করেছি এ কাজে দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সহযোগিতায় দুইজন শিক্ষক এ ক্লাস পরিচালনা করেন।এতে এক বিদ্যালয়ের শিক্ষক ক্লাস নেয় এবং অন্য বিদ্যালয়ের শিক্ষক তার বাচ্চাদের অনলাইনে ক্লাস দেখানোর ব্যবস্থা করে এবং সরাসরি প্রশ্নোত্তর পর্বগুলোতে শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করে থাকে।এভাবে এখন পর্যন্ত ২০ টি বিদ্যালয়ে একটি বিদ্যালয়ের নেওয়া ক্লাস সরাসরি দেখানো হয় এবং অন্য সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পাঠ সংশ্লিষ্ট প্রশ্ন সরাসরি পাঠ নেওয়া শিক্ষককে বলে উত্তর পেয়ে থাকে।আমি আমার উপজেলার এ কাজে আপাতত ৩টি বিষয় যথাঃ ইংরেজি,প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়গুলো নেওয়া হচ্ছে।এতে আমার উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পরে গেছে ।এতে  অন্য শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়ে উঠছে এবং বাপকভাবে সবল ও দুর্বল শিক্ষার্থীদের মাধ্যমে মিথস্ক্রিয়া সৃষ্টি হচ্ছে।আবার শিক্ষকদের মধ্যেও ব্যাপকভাবে এ বিষয়ে আগ্রহ দেখা যাচ্ছে।আমার এ চিন্তার বাস্তবায়নে সকলে উপকৃত হচ্ছে।তাই আমি মনে করি এ চিন্তা সাড়া বাংলাদেশে চালু করা হলে সাড়া দেশের সব শিক্ষার্থীদের একটি মঞ্চ করে দেওয়া যাবে।

তাই আমি মনে করি---

একটি বিদ্যালয়ের মাঝে হাজার বিদ্যালয়

মীর কামরুল ইসলাম

সহকারী শিক্ষক

কাশিমিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

আদমদীঘি,বগুড়া

মোবাইল নম্বর- ০১৭৪৫-৩৪০৩২০

ইমেইল- [email protected]

 

https://youtu.be/BcRLfgGGVTY