Loading..

উদ্ভাবনের গল্প

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩০ অপরাহ্ণ

পরিবর্তনে আমি

প্রতিটি শ্রেণিতে রয়েছে তিনটি করে শাখা প্রথম শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত। প্রাক প্রাথমিক শ্রেণিতে রয়েছে দুটি শাখা। প্রতিটি শাখায় গ্রুপ রয়েছে ৭/৮ টি। বিভিন্ন কৌশলে নেতা নির্বাচন করে দেয়া হয়। পর্যায়ক্রমে সবাই নেতৃত্ব দিয়ে থাকে। প্রত্যেক গ্রুপে সদস্য ৯/১০ জন। প্রত্যক গ্রুপের নাম করণ শিক্ষার্থীরা নিজেরা করে থাকে। বিজ্ঞানীদের নাম, কবি সাহিত্যিকের নাম, রঙের নাম ইত্যাদির নাম ব্যবহার করে তারা। গ্রুপের একটি কমন ডায়েরি থাকে যাতে তারা সকল সদস্যদের নাম,পিতার নাম,মাতার নাম, ঠিকানা, ফোন নম্বর, রক্তের গ্রুপ, ইত্যাদি লেখা থাকে। কোনো বিজ্ঞানীর নামে নামকরণ হলে সেই বিজ্ঞানীর তথ্য তারা নিজ হাতে কালারফুল করে লিখে ছবি এঁকে দর্শনীয় স্থানে আটকে রাখে। তারা পর্যায়ক্রমে শ্রেণির আসন বিন্যাস ও পরিবর্তন করে বসে। দলের কেউ পড়া না পারলে তাকে অন্য সদস্যরা মিলে শিখিয়ে দেয়। কারণ প্রতি সপ্তাহে যে গ্রুপের সবাই পড়া পারে সে গ্রুপকে পুরষ্কার প্রদান করা হয়। গ্রুপের কেউ বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে সেদিনের নেতা তাকে সকল পড়া জানিয়ে দেয়, যাতে তার দলের সবাই পড়া পারে। তারা নিজেরা অনেক কাজের ইস্যু নির্বাচন করে গ্রুপে কাজ করে সমাধান করে ও শিক্ষকের কাছে জমা দেয়। এভাবেই পরিবর্তন আনতে সক্ষম হয়েছি, সফল হয়েছি। শিক্ষার্থীরা ও আনন্দ নিয়ে দায়িত্ব নিয়ে এগয়ে যাচ্ছে। সফল হচ্ছে।