Loading..

খবর-দার

১৯ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪১ অপরাহ্ণ

সরকারি এস. সি. বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জে অনলাইন শিক্ষা কার্যক্রম সংক্রান্ত ইন হাউজ ট্রেনিং।
---------------------------------------------------------------------
আজ ১৯/০৯/২০২০ তারিখ রোজ শনিবার সরকারি এস. সি. বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জে অনলাইন শিক্ষা কার্যক্রম সংক্রান্ত ইন হাউজ ট্রেনিং সম্পন্ন হয়। ট্রেনিংয়ে বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পারস্পরিক শেয়ারিংয়ের মাধ্যমে অনলাইন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন টপিকের উপর অনুশীলন করা হয়। দিনব্যাপি এ কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে শিক্ষকবৃন্দকে অনলাইন ক্লাসে উৎসাহিত করেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী। স্যারের উদ্দীপনা, উৎসাহ ও নির্দেশক্রমে এই কার্যক্রমের আয়োজন করা হয়। কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে ছিলাম আমি শওকত আলী আহমেদ। সহকারী শিক্ষক। অত্র বিদ্যালয়। ICT4E (জেলা এম্বাসেডর), সুনামগঞ্জ জেলা। সাধারণ সম্পাদক, মাল্টিমিডিয়া শিক্ষক গ্রুপ সুনামগঞ্জ জেলা। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুভাষ চন্দ্র দাস, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল চক্রবর্তী, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। সম্মানিত শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়কে আমাদেরকে উনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে যার তৎপরতায় আমাদের অলসভাবে বসে থাকার যুযোগ নেই। নতুন নতুন শিক্ষার ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য।