Loading..

মুজিব শতবর্ষ

২১ সেপ্টেম্বর, ২০২০ ০৯:০৭ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ ও একটু কথন

বাংলা ও বাঙ্গালির ইতিহাসে সোনালী অক্ষরে চির ভাস্বর যাঁর নাম , "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান " তাঁর উদ্দামী স্বপ্ন -সাধনা আমাদের এই বাঙালি জাতিকে দিয়েছে নতুন স্বপ্ন, নতুন জীবনের প্রত্যয়ে স্ব-গর্ব স্বাধীনতা ।   

দেশ-দুনিয়া দ্রুত নতুন নতুন প্রযুক্তির উৎকর্ষতায়    উন্নয়নে ব্যপক অগ্রগতি ঘঠেছে। তারপর  ও এই বাংলা এই বিশ্ব সমাজে বঞ্চিত, লুণ্ঠিত মজলুমের হাহাকার আকাশে -বাতাসে যেন নিরবে ভেসে বেড়ায়, তা শোনার  , বোঝার ও দেখার মতো মানুষ এই আমাদের অতি সভ্য  সমাজে খুবই বিরল।তার উদাহরণ অনেক রয়েছে -থাক না। ন্যুনতম সামাজিক মর্যাদা.....? বে-সরকারী শিক্ষক সমাজ কতটা যে মনোঃকষ্টে রয়েছে তার উপলব্ধিটুকু কেউ  করতে চায় না।  অথচ দেশের ৯৭% শিক্ষা ব্যবস্থা বে-সরকারী। এই বে-সরকারী শিক্ষা ব্যবস্থায় দেশের  শিক্ষার  ধারা অব্যাহত ভাবে সচল রেখে চলেছে।  কিন্তু  বঙ্গবন্ধুর স্বপ্ন কি  এটাই ছিল???  

মুজিব শতবর্ষ -তে . …... একটায় প্রত্যাশা বঙ্গবন্ধুর স্বপ্ন -আদর্শে নিজেকে গড়ে তুলে দেশের কল্যানে করবো নিয়জিত ।  বঙ্গবন্ধু ও তার স্ব -পরিবারে যারা শহীদ হয়েছেন তাদের সবার আত্ত্বার মাগফেরাত ও স্বর্গ কামনা করছি। ? ধন্যবাদ ?



আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি