Loading..

প্রকাশনা

২৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৮ অপরাহ্ণ

আমার ভালোবাসা

আমার ভালোবাসা

 

আমি জন্মেছি এই বাংলায়বেড়ে উঠেছি এই বাংলার কূলে

আমি পেয়েছি অমৃতের স্বাদমিঠেয়েছি তৃষ্ণা বাংলা মায়ের জলে।

আমি ভালোবেসেছিবাংলার আলো-বাতাস-ধুলিকণার স্নেহকে

আমি ভালোবেসেছিবাংলার সবুজ-শ্যামল-সোনালি মাঠের হাসিকে।

 

আমি তো ভালোবেসেছিরক্তে কেনা লাল সবুজের একটি পতাকাকে

আমি তো ভালোবেসেছিরক্তের বিনিময়ে পাওয়া একটি শহীদ মিনারকে।

আমি তো ভালোবেসেছিশেখ মুজিবের অগ্নিঝরা উত্তাল মার্চের ভাষণকে

আমি তো ভালোবেসেছিবীরের রক্তে রঞ্জিত একাত্তরের দিনগুলিকে।

আমি তো বেসেছি ভালোরবি ঠাকুরের 'আমার সোনার বাংলা'র প্রতিটি ছত্রকে

আমি তো বেসেছি ভালোকাজী নজরুলের অগ্নিবীণার বিদ্রোহী সুরকে।

আমি তো বেসেছি ভালোজসীম উদ্দীনের 'নকশী কাঁথার মাঠএর প্রতিটি ফোঁড়কে

আমি তো বেসেছি ভালোজীবনানন্দ দাশের 'রূপসী বাংলা'র রূপের পসরাকে।

আমি তো ভালোবেসেছিক্ষুদিরাম-সূর্যসেন-তীতুমীরের মতো মুক্তিকামীকে

আমি তো ভালোবেসেছিসালাম-রফিক-বরকতের মতো আত্মদানকারীকে।

আমি তো ভালোবেসেছিলালন-হাছন-করিমের মতো মানবতাবাদীকে

আমি তো ভালোবেসেছিজয়নুল-কামরুল-সুলতানের তুলির আঁচড়কে।

আমি তো বেসেছি ভালোছায়াঘেরা শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলিকে

আমি তো বেসেছি ভালোআঁকাবাঁকা মেঠো পথের ঘাসের শিশিরকনাগুলিকে।

আমি তো বেসেছি ভালোদিগন্তজোড়া সবুজ মাঠের ফসলের হাতছানিকে

আমি তো বেসেছি ভালোতেরো শত নদীর কূলজোড়া ঢেউয়ের উচ্ছ্বাসকে।

আমি ভালোবেসেছি ধন ধান্য পুষ্পে ভরা সব পেয়েছির দেশ

আমি ভালোবেসেছি বুকের রক্তে লেখা একটি নাম বাংলাদেশ।

 

মোঃ আতাউর রহমান (উজ্জ্বল)

সহকারী শিক্ষক (বাংলা),

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা,

চুনারুঘাটহবিগঞ্জ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি