Loading..

খবর-দার

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০১:০৬ অপরাহ্ণ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অনলাইন শ্রেণি কার্যক্রমের উপর ইনহাউজ প্রশিক্ষণ

তারিখ: ২৭/০৯/২০২০, রবিবার ।

স্থান:  দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সুনামগঞ্জ ।

বিষয়: শিক্ষক বাতায়ন, অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ।

[শিক্ষক বাতায়নে সদস্যকরন,মুক্তপাঠে সদস্যকরন ও কোর্স সম্পর্কে ধারনা,অনলাইন ক্লাস বিষয়ক ভিডিও ক্লাস রেকর্ডিং,এডিটিং ইত্যাদি]

প্রধান অতিথি : 

জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ ।

বিশেষ অতিথি: 

জনাব লিপি বেগম , সহকারী  পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল, সিলেট ।

 জনাব মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দিরাই , সুনামগঞ্জ ।

সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ মোস্তফা জামান রুমি ।

সভাপতি:  জনাব মোঃ জাফর ইকবাল, প্রধান শিক্ষক, দিরাই সরকারি  উচ্চ বালিকা বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ

রিসোর্স পারসন: 

মোহাম্মদ কামাল উদ্দিন, ICT4E Ambassador, a2i এবং প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর, ছাতক 

জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম, প্রধান শিক্ষক, জনতা উচ্চ বিদ্যালয়, ছাতক  ও ICT4E Ambassador, a2i ,

 জনাব মোঃ ইসমাঈল হোসেন, ICT4E Ambassador, a2i ও সহকারী শিক্ষক, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ 

 ICT4E Ambassador, a2i জনাব মিছবাহ উদ্দিন, জনাব অজয় কৃষ্ণ পাল, জনাব আল আমিন, জনাব আবু সালেহ নোমান, জনাব সাজাদ মিয়া, জনাব মহি উদ্দিন, জনাব খালিদুর রহমান ও জনাব জাহাঙ্গীর হোসেন ।

 অংশগ্রহণকারী: দিরাই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫২ জন আইসিটি প্রেমী শিক্ষক-শিক্ষিকা । এছাড়াও কিছু অতিথি শিক্ষক উপস্থিত ছিলেন ।

কর্মশালা সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার , অত্র বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ  । জেলা প্রশাসনের তত্বাবধানে কেন্দ্রীয় ভাবে পরিচালিত সুনামগঞ্জ অনলাইন স্কুলের ক্লাস ক্যাবল টিভিতে প্রচার করা হচ্ছে গত ২৬শে জুলাই ২০২০ থেকে । এরই ধারাবাহিকতায় জেলা শিক্ষা অফিসারের সাথে পরামর্শক্রমে  মানসম্পন্ন ক্লাস তৈরি ও যথাযথ ভাবে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিস ও প্রধান শিক্ষক মহোদয় এই কর্মশালার আয়োজন করেন । শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়ে অনুপ্রাণিত করেছেন মাননীয় জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ মহোদয় । এই জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি । অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে উপস্থিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । বিদ্যালয় কর্তৃপক্ষের আথিতেয়তায় আমরা অত্যন্ত মুগ্ধ।