Loading..

মুজিব শতবর্ষ

২৯ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৪ পূর্বাহ্ণ

মুজিবের আদর্শ

সংগৃহীত

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের কাছে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে সাড়ে ষোলো কোটি মানুষের বাংলাদেশসহ বিশ্বের ১৯৫টি দেশে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। সরকারিভাবে ২০২০ সালকে ঘোষণা করা হয়েছে ‘মুজিব বর্ষ’ হিসেবে। বঙ্গবন্ধুর কথা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে একাত্তরে এ দেশের মানুষ ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিল। লড়াই করেছিল। রক্ত দিয়েছিল। অগণিত প্রাণ ও অসীম মান-ইজ্জতের বিনিময়ে মুক্ত করেছিল বাংলাদেশকে। স্বাধীনতার পর এ দেশের মানুষের অপ্রতিরোধ্য আবেগ ও ইচ্ছাশক্তির জোরে সম্ভব হয়েছিল পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে পি-ির কারাগার থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করে স্বদেশের মাটিতে ফিরিয়ে আনা। সে সময় বঙ্গবন্ধু ছিলেন সাড়ে সাত কোটি মানুষের নয়নমণি ও প্রাণপ্রিয় নেতা। প্রাণপ্রিয় নেতাকে নিজেদের মাঝে ফেরত পাওয়ার মাধ্যমে স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ উপভোগ করেছিল সোনার বাংলায় সাধারণ মানুষ। ‘রাজধানী ঢাকা প্রস্তুত ছিল তার অতি আপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বরণ করে নেওয়ার জন্য। নিজের দেশের রাষ্ট্রপতিকে বরণ করতে উন্মুখ ছিল গোটা বাংলাদেশ। স্বতঃস্ফূর্ত ও প্রাণঢালা সংবর্ধনা জানিয়েছিল জনগণ। স্বাধীন বাংলাদেশের রাজধানী ছিল উৎসবের আমেজে সজ্জিত, অপূর্ব আবেগে উদ্বেলিত। রাস্তায় রাস্তায় নির্মিত হয়েছিল তোরণ। পথে পথে ছিল আনন্দ গান ও জয়ধ্বনি। রেকর্ডে বেজেছিল বঙ্গবন্ধুর কণ্ঠস্বর। গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে জনশ্রোত ধেয়ে এসেছিল রাজধানী ঢাকার দিকে। কেউ এসেছিল নৌকায়, কেউ বাসে, লঞ্চে, স্টিমারে, কেউ ট্রেনে চড়ে মিছিলে ঢাকঢোল-বাদ্য-সানাই বাজিয়ে। তারা স্লোগান দিয়েছিল। তারা নেচেছিল। তারা হাত তুলে বঙ্গবন্ধুকে অভিনন্দন জানিয়েছিল। তারা ফুলের মালা, ফুলের পাপড়ি ছুড়ে দিয়েছিল বঙ্গবন্ধুর দিকে। রাস্তার দুইপাশে, ফুটপথে, বাড়ির বারান্দায়, দেয়ালে, ছাদের ওপর, ট্রাফিক ল্যাম্পপোস্টের ওপরÑ সবখানে ছিল লোকেলোকারণ্য। ঢাকায় ফিরে আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঐতিহাসিক ঘোড়দৌড় (রেসকোর্স) ময়দানে, যে ঐতিহাসিক ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু সালাম জানিয়েছিলেন মুক্তিবাহিনীকে, গেরিলা বাহিনীকে, কর্মীবাহিনীকে, সালাম জানিয়েছিলেন শ্রমিক শ্রেণিকে, কৃষককুলকে, সালাম দিয়েছিলেন বুদ্ধিজীবিদের’ (তথ্য সূত্র : দৈনিক বাংলা ও দৈনিক ইত্তেফাক)।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি