Loading..

খবর-দার

০৫ অক্টোবর, ২০২০ ০২:১৪ অপরাহ্ণ

মুজিব বর্ষে সেরা কাজের সেরা স্বীকৃতি ও প্রাপ্তি - মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ, ICT4E জেলা অ্যাম্বাসেডর, রাজবাড়ী।

সেরা কাজের জন্য সেরা স্বীকৃতি প্রাপ্তি। একটি অন্যরকম অনুভূতি.......
পদ্মাকন্যা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় অনলাইন ক্লাস পরিচালনায় সেরা শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করা হয়। অক্টোবর ২০২০ইং দুপুর ১২:৩০টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মানিত উপজেলা নির্বাহি অফিসার জনাব কে এম হেদায়েতুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার অনলাইন কার্যক্রমে সেরা শিক্ষকদের সম্মননা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানের মধ্যমনি প্রধান অতিথি  উপস্থিত ছিলেন পদ্মাকন্যা রাজবাড়ী জেলার সুযোগ্য অভিভাবক, সম্মানিত জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম মহোদয়। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সেরা শিক্ষকদের হাতে সম্মননা ক্রেস্ট সার্টিফিকেট তুলে দেন। করোনা ভাইরাস সংক্রমণের এই সংকটময় মুহূর্তে সেরা কাজের সেরা স্বীকৃতি বা প্রাপ্তি; যা কাজের প্রতি শ্রদ্ধা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় মুহূর্তে ঘরে থাকা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের রুপকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংসদ বাংলাদেশ টেলিভশেনে প্রচারিতআমার ঘরে আমার স্কুলপ্রবর্তন করেন; যা প্রধানমন্ত্রীর শিক্ষা উপহার হিসেবে স্বীকৃত। উক্ত কার্যক্রমের সম্মানে এবং ধারাবাহিকতায় পদ্মাকন্যা রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে গত ১৮ এপ্রিল ২০২০ইং থেকে Rajbari Online School নামে একটি অনলাইন ফেসবুক পেজ চলমান রয়েছে; যা সেপ্টেম্বর ২০২০ইং থেকে অনলাইন ক্লাস কার্যক্রমে বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছে। Rajbari Online School রাজবাড়ী জেলার প্রথম অনলাইন স্কুল; যা রাজবাড়ী জেলা অ্যাম্বাসেডরদের পক্ষ থেকে আমি উদ্যোগী হয়ে প্রথম শুরু করেছিলাম। শুরুতে নানা প্রতিকূলতা থাকলেও রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম মহোদয়-এর সার্বিক পৃষ্ঠপোষকতা নির্দেশনায় এবং সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) জনাব খন্দকার মুশফিকুর রহমান স্যারের আন্তরিক সহযোগিতায় Rajbari Online School এর কার্যক্রম বেগবান হয়; যার ফলশ্রুতিতে বর্তমানে অনলাইন ক্লাস কার্যক্রমে দেশের সেরা অবস্থানে উন্নীত হয়েছে। জেলা শিক্ষা অফিসার জনাব শামছুন্নাহার চৌধুরী Rajbari Online School এর নিয়মিত লাইভ ক্লাসের রুটিন অনুমোদন করছেন। বর্তমানে রাজবাড়ী জেলায় ৫৭টি অনলাইন স্কুলে ৮৪৪জন শিক্ষক ৮০টি বিষয়ে ৯৭৯৯টি ক্লাস সম্পন্ন করেছেন। Rajbari Online School এর প্রতিদিনের লাইভ ক্লাসগুলো ডাউনলোড করে পরবর্তীদিনে রাজবাড়ী RCN-HD ক্যাবল টিভি চ্যানেলে দেখানো হয়। যার ফলে শিক্ষার্থীরা ঘরে বসে বিনা খরচে তাদের বিষয়ভিত্তিক ক্লাস দেখার সুযোগ পাচ্ছে। রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম মহোদয় শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই সুব্যবস্থাটি করে দিয়েছেন। এত করে অনলাইন কার্যক্রমে শিক্ষকদের আগ্রহ বহুগুনে বৃদ্ধি পেয়েছে। আমি ICT4E জেলা অ্যাম্বাসেডর  এবং Rajbari Online School এর একজন এডমিন সমন্বয়কারী হিসেবে শিক্ষকদের কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করছি। পর্যন্ত আমি নিজে ৯ম/১০ম শ্রেণির গণিত, উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান বিষয়ে সর্বমোট ১৫১টি লাইভ ক্লাস সম্পন্ন করেছি; ধারা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ্ রাজবাড়ী জেলার অনলাইন কার্যক্রমে জেলাধীন সকল উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহি অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ সক্রিয় ভুমিকা পালন করছেন। যার যা কিছু আছে, তাই নিয়েই রাজবাড়ী জেলার একঝাঁক উদ্যোগী, দক্ষ এবং নিবেদিত শিক্ষক অনলাইন কার্যক্রমের এই মহান কর্মযজ্ঞে লিপ্ত রয়েছেন। সারাদেশ ব্যাপী এই মহান কর্মযজ্ঞে যে সমস্ত শিক্ষক লিপ্ত আছেন  তাদের প্রতিবিশ্ব শিক্ষক দিবসেরইলো পরম শ্রদ্ধ, কৃতজ্ঞতা স্যালুট। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার। 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহকারি শিক্ষক (গণিত), লিয়াকত আলী স্মৃতি স্কুল  এন্ড কলেজ, বালিয়াকান্দি, রাজবাড়ী। ICT4E জেলা অ্যাম্বাসেডর, রাজবাড়ী। An Admin, Rajbari Online School, Rajbari.