Loading..

প্রেজেন্টেশন

০৬ অক্টোবর, ২০২০ ০৯:২৪ অপরাহ্ণ

দুই বিঘা জমি , শ্রেণিঃ অষ্টম, বিষয়ঃ বাংলা

                                                                  দুই বিঘা জমি

" দুই বিঘা জমি " একটি কাহিনী কবিতা । এটি রবীন্দ্রনাথ ঠাকুরের " কথা ও কাহিনী " কাব্যগ্রন্থ থেকে সংকলিত । এই কবিতায় কবি সমাজের দরিদ্র  মানুষদের কথা তুলে ধরেছেন । দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে । বাকি যে দুই বিঘা জমি ছিল তাও জমিদার তার বাগান বাড়ানোর জন্য দখল নিতে চায়। সেই জমি না দিলে জমিদারের ক্রোধের শিকার হয় সে। মিথ্যে মামলা দিয়ে জমির দখল নিলে উপেন বাধ্য হয় পথে বের হতে।এভাবেই সমাজের দরিদ্র জনগোষ্ঠী দরিদ্র থেকে দরিদ্রতর হয় । সমাজে এক শ্রেণির লুটেরা বিত্তবানরা প্রবল প্রতাপ নিয়ে বাস করে। ফলে গরিবেরা হয় শোষিত । এভাবে সমাজে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য তৈরি হয় ।ধনী দরিদ্রের এই বৈষম্য অবশ্যই কারো কাম্য নয়।