Loading..

প্রেজেন্টেশন

০৯ অক্টোবর, ২০২০ ০১:৫৬ অপরাহ্ণ

জন্মভূমি,শ্রেণিঃ ষষ্ঠ,বিষয়ঃ বাংলা

                                                                       জন্মভূমি 

'জন্মভূমি' কবিতাটি কবিগুরু 'রবীন্দ্রনাথ ঠাকুর' রচনা করেছেন। প্রিয় জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ ও ভালোবাসা ফুটে উঠেছে উক্ত কবিতায় । সবুজ শ্যামল এই দেশকে কবি খুবই ভালোবাসেন।জন্মভূমির সবকিছুই তাঁর কাছে অসম্ভব সুন্দর। কবি মাতৃভুমির স্নেহ-ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। তাই কবি এই দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হতে চেয়েছেন।