Loading..

প্রকাশনা

১১ অক্টোবর, ২০২০ ০৮:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে (Bangladesh Bank as a central Bank)

বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালে রাষ্ট্রপতির একটি আদেশ বলে প্রতিষ্ঠিত হয়। এ ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রার মান নিয়ন্ত্রণ, সরকারের ব্যাংকার, ঋণ নিয়ন্ত্রণ, ঋণের শেষ আশ্রয়স্থল, নিকাশ ঘর, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ, মুদ্রার মূল্যায়ন, সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি, আইনগত সত্তা ও জনকল্যানের মত কাজগুলো সম্পাদন করে। এ ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। ব্যাংকগুলোর লেনদেনের অসমতা নিকাশঘরের মাধ্যমে সমাধান করে।(Bangladesh Bank was established in 1971 by an order of Bangladesh President. This Bank accomplished different functions as note issue and creation of currency, controlling currency value, bankers of government, credit controlling, debt of last resort, clearing house, reservation of foreign currency, currency valuation, advisor and agent of government, legal entity and public welfare . This Bank functioned as the banker of all other banks. It accomplished the inequality of the transactions of other banks as a clearing house.)

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি