Loading..

ভিডিও ক্লাস

১৪ অক্টোবর, ২০২০ ০৯:৪৫ পূর্বাহ্ণ

আবার আসিব ফিরে ( ৮ম শ্রেণি)

সব পাখি ঘরে আসে— সব নদী’, কিন্তু হয়তো সেই আবহমানের খোঁজে বেরিয়েই জীবনানন্দ আর ফেরেননি! বাংলা কবিতার নির্জন চরাচর ধরে জীবনানন্দ হেঁটে গিয়েছেন দূরে, দূরতম দ্বীপে, একাকী, নিঃসঙ্গ অবস্থায়। তাঁর গা থেকে খসে খসে পড়েছে বাংলা কবিতার অবিশ্বাস্য সব লাইন, অসম্ভব সব শব্দ। তার পর সে সব শব্দ মিশে গিয়েছে আলপথে, 

মাঠের ধারে, ধানসিড়ি নদীর কিনারে। আর তিনি ছড়িয়ে পড়েছেন এ বাংলায়, দুই বাংলার বিস্তীর্ণ চরাচরে— মাটির ভিতর মাটি হয়ে, ফসলের ভিতর ফসল হয়ে, পাখির ভিতর পাখি হয়ে...


ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।

আজ উপস্থাপন করছি অষ্টম শ্রেণির সাহিত্য কনিকার কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতাটি ।