Loading..

খবর-দার

১৭ অক্টোবর, ২০২০ ০১:৪০ অপরাহ্ণ

একজন ডায়নামিক প্রধান শিক্ষক

আজ সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (শাহজাদপুর উপজেল, সিরাজগঞ্জ) মহোদয় তার ৭জন সহকারী শিক্ষক নিয়ে আমর আইটি পার্কে উপস্থিত। গত ১৩/১০/২০২০খ্রি. তারিখে উপজেলা হলরুমে জুম ক্লাউড মিটিংএর উপর একটি ওয়ার্কশপ করা হয়েছিল সেখানে শাহজাদপুর উপজেলার প্রায় সকল প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন, কিভাবে জুম মিটিং আইডি খুলতে হয় এবং হোস্ট হিসেবে ক্লাস কন্ট্রোল করতে তার উপরই মূলত ওয়ার্কশপটি হয়েছিল, সেখানে আইসিটিফরই এ্যাম্বাসেডর হিসেবে আমি উপস্থিত ছিলাম। সেদিন সকল শিক্ষকবৃন্দকে জুম মিটিং আইডি খুলে দেয়া সম্ভব হয়নি। তাই আজ সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহোদয় তার ৭জন আগ্রহী সহকারী শিক্ষক সহ আমার আইটিপার্কে এসে উপস্থিত হন। সবাইকে খুবই কম সময়ের মধ্যে জুম মিটিং আইডি খোলা, হোস্ট হিসেবে ক্লাস পরিচালনা করা। কিভাবে স্ক্রীন শেয়ার করে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে ক্লাস নেওয়া যায় এ সকল বিষয় দেখিয়ে দেয়া হল । এবং মেধামী শিক্ষকগন খুবই অল্প সময়ের মধ্যে তা আয়ত্ব করে ফেললেন। একজন আইসিটি পাগল মানুষ ও সেই সুবাধে ict4e জেলা এ্যাম্বাসেডর হিসেবে কাজটুকু করে দিতে পেরে খুবই ভাল লাগছে। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও তার আগ্রহী, মেধাবী ও তরুণ শিক্ষকবৃন্দকে। এমন প্রধান শিক্ষক সব বিদ্যালয়ের থাক উচিত ।