Loading..

প্রেজেন্টেশন

১৮ অক্টোবর, ২০২০ ০৭:২৪ অপরাহ্ণ

সকল সারদের প্রতি আমার বিনীত অনুরোধ, দেখে মন্তব্য পরামর্শ দিবেন, দাখিল নবম ও দশম শ্রেনি কুরআন মাজীদ ১ম পাঠ, ১ম রূকু সুরা –আল-বাকারা ১-৫ আয়াত ।
1.কুরআন মাজীদের সত্যতা বলতে পারবে।
2.মুমিনের গুণাবলী সমূহ লিখতে পারবে।

3.পৃথিবীতে সফল ব্যাক্তি কারা, তা বিশ্লেষন করতে পারবে।
q  কুরানের শুরুতেই আল্লাহ তায়ালা – الم  শব্দটি  এনেছেন , এটি  কুরানের বিচ্ছিন্ন হরফ সমূহের অন্তর্ভূক্ত। যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেহ জানেনা । উপরোল্লিখিত আয়াতগুলিতে আসমানি  কিতাব তথা কুরান মাজীদ ও তাকওয়াবান লোকদের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশুদ্ধ আকিদা ও খাঁটি মুমিনের গুণাবলি অর্জনের পাশাপাশি  নেক আমলের গুরুত্ব প্রদান করা হয়েছে ।   এই গুণগুলি যারাই অর্জন করতে পারবে শেষ আয়াতে কেবল তারাই যথার্থ সফলকাম হতে পারবে আল্লাহ তায়ালা ঘোষনা করেদিয়েছেন ।