Loading..

প্রেজেন্টেশন

১৯ অক্টোবর, ২০২০ ১১:০৭ পূর্বাহ্ণ

সৈয়দ আমির আলি

সৈয়দ আমির আলি ছিলেন একজন দুরদর্শি রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক। নবাব আবদুল লতিফ মুসলমানদের শিক্ষার দিকটিকে প্রাধান্য দিয়েছিলেন,কিন্তু সৈয়দ আমির আলি শিক্ষার পাশাপাশি মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণের প্রয়োজনীয়তা উপলদ্ধি করেছিলেন। এ সম্পর্কে তিনি বলেন,আমি ভারতীয় মুসলমানদের মধ্যে রাজনৈতিক শিক্ষার অভাব লক্ষ্য করি এবং হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রতিপত্তি দেখতে পাই।” তবে তিনি আন্দোলন বা বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনে বিশ্বাসী ছিলেন না,তিনি নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক পন্থায় দাবি আদায়ের পক্ষপাতি ছিলেন। এ লক্ষ্যে তিনি “ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন” গঠন করেন।