Loading..

প্রকাশনা

২১ অক্টোবর, ২০২০ ০৮:২২ অপরাহ্ণ

XI-XII_ICT_Chapter-4_ওয়েব সাইটের প্রকারভেদ

ওয়েবসাইটের প্রকারভেদ

গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েব সাইটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা-

১. স্ট্যাটিক ওয়েবসাইট (Static Website)

২. ডায়নামিক ওয়েবসাইট (dynamic Website)

 

স্ট্যাটিক ওয়েবসাইট (Static Website)

যেসকল ওয়েবসাইটের ডেটা ওয়েব পেইজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা য়ায়না,  তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML ভাষা দিয়ে করা যায়।

স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যসমূহ-

1.      কন্টেন্ট নির্দিষ্ট থাকে।

2.     ব্যবহারকারি তথ্য পরিবর্তন করতে পারেনা।

3.    ব্রাউজারে খুব দ্রুত লোড হয়।

4.      কোন ডেটাবেজ প্রয়োজন হয়না।

5.     কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে (একমুখী) কমিউনিকেশন হয়।

6.     উন্নয়ন ও নিয়ন্ত্রণ খুব সহজ।

7.     শুধু HTMLCSS ব্যবহার করেই এটি তৈরি করা যায়।

 

স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা-

1.      খরচ কম।

2.     ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ খুব সহজ।

3.    দ্রুত ব্রাউজারে লোড হয়।

4.      সহজেই লে-আউট পরিবর্তন করা যায়।

5.     নেট স্পীড খুব কম হলেও দ্রুততার সাথে ডাটা ডাউনলোড করা যায়।

 

স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা-

1.      সহজে ডেটা পরিবর্তন করা যায়না।

2.     কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে।

3.    ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকেনা।

ডায়নামিক ওয়েবসাইট (dynamic Website)

যেসকল ওয়েবসাইটের ডেটা ওয়েব পেইজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা য়ায়,  তাকে ডায়নামিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML ভাষার পাশাপাশি PHP বা ASP ভাষার প্রয়োজন হয় এবং এর সাথে ডেটাবেজ প্রয়োজন।

ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সমূহ-

1.      ব্যবহারকারির চাহিদা অনুযায়ী তথ্য পরিবর্তন করা যায়।

2.     ব্রাউজারে লোড হতে সময় বেশি নেয়।

3.    ডেটাবেজ প্রয়োজন হয়।

4.      উন্নয়ন ও নিয়ন্ত্রণ একটু জটিল।

5.     HTMLCSS এর পাশাপাশি PHP, ASP, Java Script ব্যবহার করা হয়।

 

ডায়নামিক ওয়েবসাইটের সুবিধা-

1.      ব্যবহারকারির চাহিদা অনুযায়ী তথ্য পরিবর্তন করা যায়।

2.     দ্রুত আপডেট করা যায়।

3.    ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে।

4.      অনেক বেশি তথ্য বহুল হতে পারে।

 

ডায়নামিক ওয়েবসাইটের অসুবিধা-

1.      ব্রাউজারে লোড হতে সময় বেশি নেয়।

2.     উন্নয়ন ও নিয়ন্ত্রণ তুলনামূলক জটিল।

3.    খরচ বেশি।

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি