Loading..

খবর-দার

২৬ অক্টোবর, ২০২০ ০২:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান "শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট" এ একাডেমিক সাব কমিটির সভা

চট্টগ্রামের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান "শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট" এ সম্প্রতি একাডেমিক সাব কমিটি শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হন। স্কুল ব্যবস্থাপনা কমিটির মাননীয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) চট্টগ্রাম জনাব মোহাম্মদ মিজানুর রহমান এর নির্দেশনায় কমিটির সম্মানীয় সদস্য (অভিভাবক প্রতিনিধি) ও একাডেমিক সাব কমিটির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডঃ মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ এর আহবানে প্রধান শিক্ষক জনাব মুহম্মদ আবু সোলেমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্কুলের সামগ্রিক একাডেমিক বিষয়াবলী নিয়ে শিক্ষকবৃন্দের সাথে দীর্ঘ আলোচনা ও মত বিনিময় করা হয়। স্কুলের সহ-প্রধান শিক্ষক জনাব জালাল উদ্দীন এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সম্নানিত অভিভাবক সদস্য বিশিষ্ট আবৃত্তি শিল্পী জনাব মোস্তাক খন্দকার, সম্মানিত অভিভাবক সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সৈয়দা ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি জনাব সাজ্জাদ হোসেনসহ শিক্ষকমণ্ডলী প্রত্যেকেই তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। পরিশেষে ২০২১ শিক্ষাবর্ষকে সামনে রেখে স্কুলের সামগ্রিক উন্নয়ন এবং প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও সুদক্ষ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে চট্টগ্রামের শীর্ষে পৌঁছানোর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ও মহান রবের সাহায্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।