Loading..

প্রেজেন্টেশন

২৭ অক্টোবর, ২০২০ ০১:৪২ অপরাহ্ণ

MMC_ICT_Class_Nine_E learning

-লার্নিং বলতে সাধারণভাবে ইলেকট্রনিক লার্নিংকে বুঝায় ইলেকট্রনিক লার্নিং বলতে ইলেকট্রনিক উপায় বা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করাকে বুঝানো হয় দেশের এই পরিস্থিতিতে লার্নিং একটি গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাড়িয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই ডিজিটাল কনটেন্ট এর মাধ্যমে লার্নিং পদ্ধতিতে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করবো এবং ছাত্র ছাত্রীরা কিভাবে লার্নিং প্লাটফরমে যুক্ত হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এই পাঠ শেষে ছাত্র ছাত্রীরা জানতে পারবে

1.     ই-লার্নিং বলতে কী বুঝায় তা বলতে পারবে;

2.     শিক্ষায় ই-লার্নিং এর সুরিধা  বর্ণনা করতে পারবে;

3.    . বাংলাদেশে ই-লার্নিং এর অবস্থা চিহ্নিত করতে পারবে