Loading..

প্রেজেন্টেশন

০৪ নভেম্বর, ২০২০ ১২:০২ পূর্বাহ্ণ

আদ্য “অ” এর উচ্চারণ

মুখ বিবর কেন্দ্রীক উচ্চারিত স্বরধ্বনি -

 দুই প্রকার।

ক) বিবৃত স্বরধ্বনি * যে –স্বরধ্বনি  উচ্চারণের সময় মুখবিবর একেবারে  “ হাঁ ” করা বা বিবৃত অবস্থায় থাকে, তাকে বিবৃত স্বরধ্বনি বলে।

যেমনঃ আ

খ) সংবৃত স্বরধবনি ঃ যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবরটি  সব থেকে প্রসারিত বা সব থেকে সংকোচিত অবস্থায় থাকে, তাকে সংবৃত স্বরধ্বনি বলে।

যেমন - ই ( মুখ বিবর সব থেকে প্রসারিত)

  ( মুখ বিবর সব থেকে সংকোচিত)