Loading..

ভিডিও ক্লাস

১৬ নভেম্বর, ২০২০ ০৬:৪৭ পূর্বাহ্ণ

১|ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা

১|শ্রেণী:৯ম, বিষয়:ব্যবসায় উদ্যোগ 

কোভিড ১৯ পরিস্থিতিতে ২০২০ শিক্ষাবর্ষ নবম শ্রেণীর ৩০ কর্ম দিবসের জন্য পুর্ণদিবসকৃত পাঠ্যসূচির শিক্ষা কার্যক্রম মূল্যায়ন নির্দেশনা মোতাবেক আমার এই ক্লাশ।

এটি তোমাদের ব্যবসায় উদ্যোগের ১ম এসাইনমেন্ট/ নির্ধারিত কাজ এই এসাইনমেন্ট তোমার যে কাজ করতে হবে তা হল:

১| ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা ছকে প্রদর্শন কর।

ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ

মানুষের চাহিদা বৃদ্ধি পাবার সাথে সাথে দিনে দিনে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে ।ফলে শুরু  হয় কৃষিকাজ, পশুশালর,খাদ্যশস্য উৎপাদন ও পণ্য দ্রব্য বিনিময়ের মত কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও মানুষের প্রয়োজন মেটেনি।ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে রৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে  কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় ।ব্যবসায়ের ক্রমবিকাশের এ ধারাকে প্রাচীন, মধ্য, আধুনিক এ তিন পর্যায়ে বিভক্ত করা যায় ।

                                                                                                        ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা

         প্রাচিন যুগ                                                             মধ্যযুগ                               আধুনিক যুগ
* পশু শিকার
* মৎস্য শিকার
* ফলমূল আহরণ 
* কৃষিকার্য
* দ্রব্য বিনিময়

* বিনিময়ের মাধ্যম হিসেবে দুস্প্রাপ্য শামুক, ঝিনুক,কড়ি ও পাথরের ব্যবহার 
* বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার প্রচলন 
* কাগজি মুদ্রার প্রচলন
* বাজার ও শহর সৃষ্টি
* ব্যবসায় সংগঠনের উদ্ভব

* শিল্প বিল্পব
* প্রযুক্তির উন্নয়ন 
* বিভিন্ন শিল্প কারখানার বিকাশ
* বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন
* ব্যাংক অ বিমা ব্যবস্থার সম্প্রসারন 
* এটিএম কার্ড প্রচলন
* মোবাইল ব্যাংকিং চালু