Loading..

উদ্ভাবনের গল্প

২১ নভেম্বর, ২০২০ ০৪:৩৩ অপরাহ্ণ

একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীর মুল্যবোধ গঠনে আমার ভূমিকাঃ

একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীর মুল্যবোধ গঠনে আমার ভূমিকাঃ

মূল্যবোধ হল একটি আদর্শ বা মাপকাঠি যা মানুষের প্রয়োজন দৃষ্টিভঙ্গি,আচরণ, আকাঙ্খার নৈতিক,নান্দনিক বৌদ্ধিক প্রাসঙ্গিকতা যাচাই করে ভাল-মন্দের বিচার করে থাকে

আর শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মূল্যবোধ শিক্ষায় আমার করণিয় বিষয় তুলে ধরা চেষ্টাঃ

Ø নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণির পাঠ্যবইসহ অন্যান্য বই,পত্র-পত্রিকা,সাময়িকি,খবরের কাগজ পড়ে শিক্ষার্থীদের শিখনে সহযগিতা করব।

Ø শিক্ষণে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষালাভের  সুযোগ করে দেব।

Ø পোশাক-আশাক,আদব-কায়দা,শালীনতাবোধ ও চরিত্রে শিক্ষার্থীদের নিকট আদর্শ বা মডেল হব।

Ø নিজের পেশাগত মান উন্নয়নের জন্য কিছু না কিছু লিখব এবং সে অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষণের চেষ্টা করব।

Ø ক্লাসে যাওয়ার পূর্বে প্রস্তুতি নিয়ে যথা সময়ে ক্লাসে যাব এবং সময়মত ক্লাস শেষ করব।

Ø বিদ্যালয়ের নিয়ম-কানুন নিজে মেনে চলব এবং শিক্ষার্থীদেরকে নিয়মের প্রতি শ্রদ্ধাবোধ জাগাতে সহায়তা করব।

Ø বিদ্যালয়ের খেলার মাঠে,গল্প-আড্ডায় ও বাড়িতে সর্বত্র শিক্ষার্থীদের সহিত বন্ধুর মত মিশবো এবং তাদের শিখনে সহযোগিতা করব।

Ø শিখনে শিক্ষার্থীদেরকে পারস্পারিক মত বিনিময় করার সুযোগ দেব।

Ø শিক্ষার্থীদের মতামতের প্রতি গুরুত্ব দেব।

Ø শিক্ষার্থীদের কৃতিত্বে প্রশংসা করব।

Ø নম্বর প্রদানে সবার প্রতি নিরপেক্ষ থাকব।

Ø ছেলে-মেয়ের প্রতি সমান দৃষ্টি দেব।

Ø নিজে সত্য বলব এবং শিক্ষার্থীদেরকে সদা সত্য কথা বলার অভ্যাস করব।

Ø অন্যায়ের কাছে শিক্ষার্থীদের মাথা নত না করতে শেখাব।

Ø নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকব এবং শিক্ষার্থীদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন থকতে শেখাব।

Ø শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে শেখাব।

Ø শিক্ষার্থীদেরকে সময়ের সদ্ব্যবহার শেখাব।

Ø শিক্ষার্থীদেরকে খোলা মনের অধিকারী হতে শেখাব।

Ø নিজে অপরের কল্যাণ কামনা ও কল্যাণের চেষ্টা করব এবং শিক্ষার্থীদেরকে তা করার জন্য উদ্বুদ্ধ করব।