Loading..

প্রকাশনা

২১ নভেম্বর, ২০২০ ১০:৩৪ অপরাহ্ণ

স্বপ্ন আছে স্বপ্ন, হরেক রকমের স্বপ্ন,

স্বপ্ন আছে স্বপ্ন,

স্বপ্ন দেখতে কে না ভালবাসে , তাই আমিও অন্য দশ জনের মত স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে তো  আর টাকা লাগেনা। আর স্বপ্ন দেখার মাঝে বাধা দেওয়ার মত কোন মাস্তান নেই , কেননা ঐ রাজ্যের রাজা যে স্বপ্ন দেখে সে এ এই । স্বপ্নে যে যত পারেন মাস্তানি, স্বপ্নবাজি করে যান তাতে বাঁধা দেওয়ার মত কাউকে খুঁজে পাবেন না। যেহেতু বাঁধা নেই ,তাই আমিও স্বপ্ন দেখি বাতায়নের আকাশে উড়ার । উড়তে পারি আর না পারি স্বপ্ন তো দেখি উড়ছি। আমারওতো মন চায় বাতয়ন আকাশে উড়ার মত মধুর,সুন্দর স্বপ্ন দেখার ।ওয়ারেস স্যারের স্বপ্নবাজ শিরোনামটা খুব ভাল লাগে ,বলতে পারেন ,আমার মনে এক প্রকার দাঁগ কেটে গেছে। তাই স্বপবাজ নিয়ে লিখতে বসে পড়লাম। আপনারা সকলে স্বপ্ন দেখা শুরু করেন, যে যার মত করে ,দেখি কে  আপনাদের আটকায়। একেক জন ,একেক রকম স্বপ্ন দেখেন, কেউবা উদ্ভাবক ক্যাটাগরিতে, কেউবা নেতৃত্ব ক্যাটাগরিতে,কেউবা সেরা কন্টেন্ট নির্মাতা,আবার কেউবা সেরা অনলাইন পারফরমার।তাই আমি বলি চালিয়ে যান স্বপ্ন আড্ডায়, খুঁজে নিন নিজের মন খুশি স্বপ্ন আর স্বপ্নাবজি করে জিতে নিন নিজের স্বপ্নকে।

 অমি বলি ,

 স্বপ্ন আছে স্বপ্ন,

 হরেক রকমের স্বপ্ন, 

যার যে স্বপ্ন লাগে আসেন  দেখেন ,

 এমনকি অবশেষে

দেখে দেখে, বেছে বেছে

যার যেটা লাগে নিয়ে যান।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি