Loading..

খবর-দার

২৭ নভেম্বর, ২০২০ ১১:৫৩ অপরাহ্ণ

অ্যাসাইনমেন্ট মূল্যায়ন পদ্ধতিঃ

#অ্যাসাইনমেন্ট_মূল্যায়ন_পদ্ধতিঃ
একবার পড়ুন, বুঝুন, শেয়ার করুন-
শুধু অতি উত্তম, উত্তম, ভালো কিংবা অগ্রগতি প্রয়োজন এতটুকু অ্যাসাইনমেন্টের কাভার পেইজে লিখে দিলেই কী মূল্যায়ন শেষ? যদি উত্তর হয় না, তাহলে নোট লিখুন।
প্রিয় সহকর্মীবৃন্দ, যেহেতু অ্যাসাইনমেন্ট মূল্যায়ন শেষে মূল্যায়নকৃত অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের আবার মূল্যায়ন শেষে দেখাবেন। সেজন্য ছোট করে হলেও নিম্নোক্ত পয়েন্ট গূলোর আলোকে নোট লিখে দিন যাতে করে শিক্ষার্থীরা বুঝতে পারে কি জন্য মূল্যায়নে তাদের অতি উত্তম, উত্তম, ভালো কিংবা অগ্রগতি প্রয়োজন লিখা হয়েছে এবং শিক্ষনফল গুলো অর্জনের জন্য তাদের কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। সবার জন্য শুভকামনা। #মাস্ক_পরলে_করোনাসহ_সাস্থ্য_ঝুকি_কমে (ধন্যবাদ)


খান মো. মামুন হোসাইন, সহকারী শিক্ষক (ইংরেজি)
দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়, 
হরিরামপুর, মানিকগঞ্জ