Loading..

খবর-দার

২৯ নভেম্বর, ২০২০ ১০:৫০ পূর্বাহ্ণ

EFT

EFT ফরম পূর‌ণে যে সব তথ‌্য লাগ‌বে...............


১. NID নাম্বার (যে নাম্বার দি‌য়ে পে ফি‌ক্সেশন করা আ‌ছে)। 

২.  স্বামী / স্ত্রীর NID নাম্বার। 

৩. সন্তানের তথ্য, সন্তা‌নের NID নাম্বার (য‌দি থা‌কে)। যদি না থাকে তাহলে জন্মসনদ নাম্বার ও জন্মতা‌রিখ।

৪.  পিতার নাম ও মাতার নাম ইং‌রে‌জি‌তে।

৫. চাকরি সংক্রান্ত তথ্য, বর্তমান পদ, বর্তমান কর্মস্থল,  চাকুরী শুরু‌তে বেতন স্কেল ও বর্তমান বেতন স্কেল।

৬.  চাকুরী শুরু‌তে যোগদানকৃত বিদ‌্যাল‌য়ের নাম ও বর্তমান বিদ‌্যাল‌য়ের নাম।

৭.  শিক্ষা সহায়তা ভাতার তথ‌্য।

৮.  ব‌্যাংক ঋণ সংক্রান্ত তথ‌্য।

৯.  ব্যাংক সংক্রান্ত তথ্য। যে ব‌্যাংক থে‌কে বেতন হয় সে ব‌্যাং‌কের নাম, শাখার নাম, হিসাব নম্বর ও রাউ‌টিং নাম্বার।

১০.  জিপিএফ হিসাব নম্বর , ব‌হি নম্বর,  ভলিয়াম নম্বর ও পাতা নম্বর। 

১১. জি‌পিএফ মা‌সিক কর্তন ও বর্তম‌ান মোট জমার প‌রিমান। 

১২.  জিপিএফ লোন ও কর্তন সংক্রান্ত তথ‌্য।

১৩.  অ‌র্জিত ছু‌টি সংক্রান্ত তথ‌্য।

১৪. আপনার অবর্তমানে পেনশনের ক্ষেত্রে নমিনির তথ্য।


★ আরো কিছু তথ্য লাগবে যেগুলো ইফটি ফরমে দেওয়া আছে। 

আপনারা উক্ত তথ্য গুলো দ্রুত সংগ্রহ করে ফেলুন।