Loading..

ম্যাগাজিন

০৩ ডিসেম্বর, ২০২০ ০৬:৪০ অপরাহ্ণ

মাস্ক পরিহিতদের গোলাপ দিলেন ইউএনও

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

 ০৩ ডিসেম্বর ২০২০

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ কার্যক্রম শুরু করা হয়।

মাস্ক পরিহিত পথচারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

ক্যাম্পেইনে শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে যানবাহন ও দোকানে ‘নো মাস্ক, নো সার্ভিস, নো শপিং’ লেখা সংবলিত স্টিকার লাগানো হয়। স্বাস্থ্য সুরক্ষায় লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণসহ জনসাধারণকে সতর্ক করা হয়।

পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৪ জনকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের নাজির মো. ওমর ফারুক, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান ধীরু, দর্শনা বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সান্টু প্রমুখ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি