Loading..

ম্যাগাজিন

১৫ ডিসেম্বর, ২০২০ ০৬:০৯ অপরাহ্ণ

হঠাৎ বুক ধড়ফড় করলে সচেতন হই ও অবহেলা না করে ডক্টরের পরামর্শ গ্রহণ করি।সবাই সুস্হ শরীর ও মন নিয়ে দেশের জনয কাজ করি।

হঠাৎ বুক ধড়ফড় করার কারণ ও করণীয়:


একটু খেয়াল করলেই বুঝবেন হঠাৎ করেই বুকের ভেতরটা ধড়ফড় করে। এ সমস্যাটি বিশেষ করে নারীদের মধ্যে বেশি দেখা যায়। বুক ধড়ফড় করলে সবাই ভয় পেয়ে যান।আবার অনেকে মনে করেন ভয় পেলেই এমনটা হয়। তবে সঠিক কারণটা ঠিক বুঝতেও পারছেন না। বুক ধড়ফড় করা মানেই কিছু রোগের লক্ষণ। কিন্তু সবসময় যে জটিল কোনো রোগের কারণে বুক ধড়ফড় করে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ কিছু কারণে বুক ধড়ফড় হয়। চলুন জেনে নেয়া যাক সেই কারণগুলো-


  • বুক ধড়ফড় করার সবচেয়ে প্রধান কারণ দুঃশ্চিন্তা।


  •  রক্তস্বল্পতা থাকলেও বুকধড়ফড় করে।

অনেক সময় গর্ভাবস্থায় এ সমস্যা দেখা দিতে পারে।


  •  থাইরোটক্সিকোসিস বা দেহে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরির জন্য সৃষ্ট স্বাস্থ্য সমস্যা থাকলে বুক ধড়ফড় করে।


  • হৃৎপিণ্ডে ভাল্ব থাকে এবং ভাল্বগুলো একমুখী রক্ত প্রবাহ নিশ্চিত করে। এই ভাল্বে সমস্যার কারণেও বুক ধড়ফড় করে।হৃৎপিণ্ডের বিভিন্ন জটিল রোগ থাকলে বুক ধড়ফড় করতে দেখা যায়।


বুক ধড়ফড় বেশির ভাগ ক্ষেত্রেই বড় কোনো কারনে হয় না। তাই ঘাবড়ানোর কিছু নেই। তবে যেহেতু হৃদপিন্ডের জটিল কিছু রোগের কারণে এমনটি হতে পারে, তাই বুক ধড়ফড় করলে অবহেলা করা উচিত নয়। দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত এবং কারণ খুঁজে চিকিত্সা করা উচিত। তা না হলে অকালেই ঝরে যেতে পারে অমূল্য প্রাণ।

সচেতন হই ও রক্ষা করি নিজেকে এবং অন্যকে!

(সংগৃহীত) 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি