Loading..

ম্যাগাজিন

১৭ ডিসেম্বর, ২০২০ ১২:৩৫ পূর্বাহ্ণ

সেরা নেতৃত্বের আসনে সুনামগঞ্জের শ্রদ্ধেয় কামাল উদ্দিন স্যার # দুলাল হালদার # সহকারি শিক্ষক # কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় # ছাতক, সুনামগঞ্জ।

এম্বাসেডর জনাব মোঃ কামাল উদ্দিন স্যার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। তাইতো তিনি আইসিটিকে বেগবান করার জন্য তার দক্ষ আইসিটি এম্বাসেডর বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন গ্রাম এবং শহরের বিভিন্ন  স্কুল এবং কলেজে। ছাতকের বিভিন্ন স্কুলে ইন হাউজ প্রশিক্ষণ দিয়ে সজাগ করেছেন বিভিন্ন পিছিয়ে পড়া শিক্ষককে। তিনি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ইনহাউজ প্রশিক্ষণ করেছেন সুনামগঞ্জের দক্ষ এম্বাসেডরদের নিয়ে। দক্ষ করেছেন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের। সুনামগঞ্জ অনলাইন স্কুলের যোগ্য এডমিন জনাব মোঃ কামাল স্যার অনলাইন স্কুলকে বেগবান করেছেন শিশুদের পড়াশুনার কল্যানে। করোনাকালীন সময়ে একমাত্র তার নেতৃত্বেই ছাতক এবং সুনামগঞ্জের বিভিন্ন এয়ার লিংকে ক্লাস সঠিকভাবে পরিচালনা হয়েছিলো। নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে গিয়ে নিজে করোনা আক্রান্ত হয়েও মানুষের ভালবাসা আর মহান সৃষ্টিকর্তার অপার করুনায় সুস্থ হয়ে উঠেন এবং সাথে সাথে আবার নেমে পড়েন সৃজনশীল কর্মে।  এতসব গুণের একজন মানুষকে ধন্যবাদ দিয়ে ছোট করা ঠিক নয়। তাইতো বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এটুআই এর শিক্ষা প্লাটফর্ম তার সেরা কাজ পর্যবেক্ষণ করে জনাব মোঃ কামাল উদ্দিনকে সেরা নেতৃত্বের সম্মানে ভূষিত করেছে। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই এটুআইকে যোগ্য নেতৃত্ব খোঁজে পাওয়ার জন্য।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি