Loading..

ম্যাগাজিন

২৬ ডিসেম্বর, ২০২০ ০৯:৫৯ অপরাহ্ণ

কবিতা-কাঁদছে ৩০ লক্ষ মুক্তিযোদ্ধার আত্মা...

কাঁদছে ৩০ লক্ষ মুক্তিযোদ্ধার আত্মা...

 

 

কেমন দেশ  

আমি পেলাম

বলতো

কেমন দেশ আমার


খুব নিরবে

খুব নি.রবে

নিভৃতে

কান পেতে শো.নো 


গুমরে গুমরে

কাঁদছে জন্মভূমি আমার

 

ফুপিয়ে ফুপিয়ে

কাঁদছে প্রিয় মাতৃভূমি আমার

 

 কি যে নিদারুণ সেই কা.ন্না

কী যে কষ্টের

কাঁদছে ৩০ লক্ষ শহীদের আত্মা

কাঁদছে ব্যাকুল হয়ে

আকুল নয়নে..

কাঁদছে ৩০ লক্ষ মুক্তিযোদ্ধার আত্মা...

 

মুক্তিযোদ্ধারা

কী এক অসীম সাহসিকতায়

দেশের জন্য

হাসতে হাসতে

বিলিয়ে দিয়েছিল

নিজের মহামূল্যবান জীবন

 

 

আমরা কী পারিনা

 

আমরা কী পারিনা

নিজের কাজটি

শুধুমাত্র

নিজের কাজটি

সবচেয়ে ভালভাবে

সম্পন্ন করে

দেশপ্রেমের

এক অনন্য দৃষ্ট1ন্ত

করতে স্থাপন

 

৩০ লক্ষ শহীদের আত্মা

আশা করে

বড় আশা করে

তাকিয়ে আছে

 

আমা পানে

তোমা পানে

 

আমাদের পানে...

 

 

তুমি কী 

মাতৃভূমিকে

ফিরিয়ে দেবে

রিক্ত হাতে...

 

আমি কী 

মাতৃভূমিকে

ফিরিয়ে দেবো

খালি হাতে...

 

কেমন করে

আমরা

ফিরিয়ে দেই

বলতো

মাতৃভূমিকে

শুন্য হাতে?

 

 

 

 

 

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি