Loading..

প্রকাশনা

৩১ ডিসেম্বর, ২০২০ ০৪:০৯ অপরাহ্ণ

প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন
✅ বাগধারা:
১. ধোপে টেকা - পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
২. ধোয়া তুলসী পাতা - নির্দোষ।
৩. নয় ছয় - অপব্যয়।
৪. নয়নের মণি - পরম আদরের পাত্র।
৫. নজর লাগা - অশুভ দৃষ্টিতে পড়া।
✅ পারিভাষিক শব্দ:
১. Innovation - উদ্ভাবন।
২. Inspection - পরিদর্শন।
৩. Judge - বিচারক।
৪. Kingdom - রাজ্য।
৫. Jupiter - বৃহস্পতি।
✅সমার্থক শব্দ
"পর্বত" শব্দের পাঁচটি সমার্থক শব্দ :
অচল, পাহাড়, গিরি, শৈল, জীমুত
✅ শব্দার্থ:
১. ভিষক - চিকিৎসক
২. হায়দর - ব্যাঘ্র, সিংহ
৩. হাজা - অতিবৃষ্টি
৪. রসাল - আম
৫. রসাভ - গাধা, গর্দভ
✅ এক কথায় প্রকাশ:
১. বিকল্প - একের পরিবর্তে অনেক।
২. পঠিতব্য - পাঠ করিতে হইবে এমন।
৩. ভবিতব্য - ভবিষ্যতে ঘটিবেই এমন।
৪. সতীর্থ - একই গুরুর শিষ্য যারা।
৫. সমকালীন - একই কালে বর্তমান।
✅ বিপরীত শব্দ
১. তুষ্ট - রুষ্ট
২. ত্রাস - সাহস
৩. থোড়া - জিয়াদা / বহুত
৪. থির - অথির (অস্থির)
৫. তামসিক - রাজসিক
✅ বঙ্গানুবাদ
১. চোর পালালে বুদ্ধি বাড়ে - After death comes the doctor.
২. চাচা আপন প্রাণ বাঁচা - Every man is for himself.
৩.আমি কাজটি দ্রুত সমাধান করেছি - I finished the work in no time .
৪. আমি গতকাল তোমার চিঠি পেয়েছি - I received your letter yesterday.
৫. আমার যদি পাখির মতো ডানা থাকত! - Had I the wings of bird !

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি