Loading..

প্রকাশনা

০৫ জানুয়ারি, ২০২১ ০৯:৩৮ অপরাহ্ণ

শুরু টা একটা ফোন পেয়ে।

শুরুটা জুন২০১৯ ইং রাত্রে একদিন আমাকে উপজেলা শিক্ষা অফিসার  আঞ্জুমানআরা মহোদয় ফোন দিয়ে বলে তোমাকে বালীগাও ক্লাস্টারের আইসিটি সেলের সদস্য করা হয়েছে। ভয় পেয়ে গেলাম কি কাজ জানি করতে হবে। তবে ভয় বেশিদিন থাকলোনা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন মহোদয়ের  অনুপ্রেরণায়, দুইজন জেলা আইসিটি এম্বাসেডর  আবদুল্লাহ আল মামুন, মাহমুদ হাসান স্যার আমাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসলেন। শুরু হল  কর্মযজ্ঞ। পিছিয়ে বা থেমে থাকার সুযোগ আর নেই। হয়ে গেলাম আইসিটির মাস্টার ট্রেইনার। বালিগাঁও ক্লাস্টারের শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট কন্টেন্ট তৈরি, বাতায়নের সদস্য হওয়া বাতায়নে আপলোড করা, জিমেইল একাউন্ট খোলা, জুমের আইডি খোলা, এসব বিষয়ে 3 দিনের প্রশিক্ষণ দিলাম। অনেকের ভাষ্যমতে, প্রশিক্ষণ পর্বগুলো অত্যন্ত চমৎকার হয়েছে, আমার সাথে ছিল আরও তিনজন আইসিটির মাস্টার ট্রেইনার।  তারপর গাজীপুর জেলার দুজন অ্যাম্বাসেডর এর অনুপ্রেরণায় মনে স্বপ্ন জাগলো a2iএর জেলা এম্বাসেডর হওয়া।ঘুমন্ত অবস্থা ছেড়ে বাতায়নে সক্রিয় হলাম।মুক্তপাঠ থেক ৩৫টি।  মাইক্রোসফট থেকে ৪০টি সার্টিফিকেট অর্জন করলাম। গত ২৯/১২/২০২০তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোফাজ্জল হোসেন মহোদয়ের নিকট থেকে, আমি সহ মোট ১৬শিক্ষক প্রত্যায়ন নিলাম।একদিন জেলা এম্বাসেডর হব এই স্বপ্ন  নিয়ে বাতায়নে সক্রিয় থাকলাম। আর আইসিটি নিয়ে নতুন নতুন কাজ শিখবো।সকলের দোয়া ও ভালোবাসা চাই।আইসিটেতে এগিয়ে যাগ গাজিপুর তথা সারা বাংলাদেশ। প্রাতিটা দিন শুভ হক সকলের।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি