Loading..

খবর-দার

১০ জানুয়ারি, ২০২১ ০৮:৪১ পূর্বাহ্ণ

নতুন বছরে জেগে উঠুক সকলের প্রানের স্পন্দন-২০২১, করুনা কান্ত রায়, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, দিনাজ পুর।

 ২০২০ খ্রিষ্টাব্দ ১৭ মার্চ থেকে অদ্যবধি আমাদের সকলের জীবনে একটি স্মরণীয় ঘটনা। জানি না কবে থেকে আমরা এ মহামারি করোনা কোভিড 19 থেকে মুক্তি পাবো। সৃষ্টকর্তা আমাদের এ মহামারির হাত থেকে মুক্তি দান করে নতুন বছরে আমাদের সকলের জীবনে প্রানের স্পন্দন জেগে তুলুক সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা কামনা করি। শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের পথ চলার মেরুদণ্ডকে এ মহামারি করোনা দুর্বল করে দিয়েছে। হয়ে পড়েছে দিশেহারা। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও পাঠ দানের ক্ষেত্রে যে ধারাবাহিকতা ছিল সেটিকেও দূর্বল করে দিয়েছে।বিশেষ করে প্রাইভেট স্কুল,কলেজ, কিন্ডারগার্টেনের মতো ছোট বড় সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের জীবনে নেমে এসেছে দূর্বিসহ। প্রায় এক বছর ধরে এ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকরা বেতন না পাওয়ায় আমাদের জীবনে নেমে এসেছে দূর্বিসহ। জানি না মহান সৃষ্টকর্তা কবে এ মহামারির হাত থেকে মুক্তি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের নতুন জীবনে প্রানের সঞ্চারণ ঘটাবে?  নতুন বছরে দ্রুত এ মহামারি দূর হয়ে যাক এবং মার্চেই যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয় মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আমাদের এ আকুতি রইল।