Loading..

প্রেজেন্টেশন

১০ জানুয়ারি, ২০২১ ০৯:২৭ পূর্বাহ্ণ

বঙ্গবাণী (নবম ও দশম শ্রেণি)

বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা মায়ের বুলি !
বাংলা ভাষায় খাই দাই !
আর বাংলা ভাষায় চলি !
বাংলা গানই শুনতে
আমি সবচেয়ে ভালবাসি -
বাংলা ভাষায় কাঁদি
আর বাংলাতেই হাসি !
বাংলা ভাষায় বলতে গিয়ে
আবেগপ্রবণ হই !
বাংলা ছবির প্রশংসাতে
মগ্ন হয়ে রই !   

সৌম্যকান্তি চক্রবর্তী

ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

করোনার সেকেন্ড ওয়েভে নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।


আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর মধ্যযুগের কবি আবদুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতাটি।

শিক্ষার্থী শিখতে পারবে -

  • ১ । মধ্যযুগের কবি আবদুল হাকিম সম্পর্কে বলতে পারবে ।
  • ২ । কঠিন শব্দের অর্থ বলতে পারবে ও বাক্য রচনা করতে পারবে ।
  • ৩ । বাংলা ভাষার প্রতি বলিষ্ট ভালোবাসা ব্যক্ত করতে পারবে ।
  • ৪ । মাতৃভাষা হিতকর কেন তা ব্যাখ্যা করতে পারবে ।