Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ জানুয়ারি, ২০২১ ১১:৫২ অপরাহ্ণ

মাল্টিমিডিয়া প্রজেক্টর

মাল্টিমিডিয়া প্রজেক্টর:

মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র। এর সাহায্যে কম্পিউটার বা অন্য কোনো ভিডিও উৎস থেকে নেওয়া ডেটা ইমেজে রূপান্তর করা যায়। এ ইমেজ লেন্স পদ্ধতির মাধ্যমে বহুগুনে বিবর্ধিত করে দূরবর্তী দেয়ালে বা স্ক্রিনে ফেলে উজ্জ্বল ইমেজ তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর। মাল্টিমিডিয়া প্রজেক্টর সাধারণত প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করা হয়।এগুলো স্লাইড প্রজেক্টর বা ওভারহেড প্রজেক্টরের আধুনিক রূপ। এটি ডিজিটাল ইমেজকে যেকোনো সমতলে যেমন- দেয়ালে বা ডেস্কের উপর বড় করে ফেলতে সক্ষম।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি