Loading..

প্রেজেন্টেশন

১৯ জানুয়ারি, ২০২১ ০৮:৪৪ পূর্বাহ্ণ

কপোতাক্ষ নদ (নবম-দশম শ্রেণি)

কপোতাক্ষ নদ এর উৎপত্তি যশোর জেলার চৌগাছা উপজেলায় ভৈরব নদী থেকে এবং এটি পরে খুলনা জেলার কয়রায় খোলপটুয়া নদীতে গিয়ে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ১৮০ কিলোমিটার (১১০ মাইল), গড় প্রস্থ ১৫০ মিটার (৪৯০ ফুট), গভীরতা ৩.৫ থেকে ৫ মিটার (১১.৫ থেকে ১৬.৪ ফুট)। এই নদ ৮০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত।

ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

করোনার সেকেন্ড ওয়েভে নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।


আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর প্রথাবিরোধী কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি।

শিক্ষার্থী শিখতে পারবে -

। কবি পরিচিতি বলতে পারবে ।

২ । কঠিন শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারবে ।

৩ । কপোতাক্ষ নদের প্রতি কবির স্মৃতিকাতরতা বর্ণনা করতে পারবে ।

৪ । স্বদেশপ্রেম জাগ্রত করতে পারবে ।