Loading..

প্রকাশনা

১৯ জানুয়ারি, ২০২১ ০৯:৪৭ অপরাহ্ণ

ডিপিএড ২১-২২ শিক্ষাবর্ষের প্রত্যাশা by স্বপ্নবাজ Rana-Sir, সোহেল পারভেজ, স/শি, পূর্ব চন্দনাইশ সপ্রাবি, চট্টগ্রাম।

ডিপিএড প্রত্যাশা

 

কৃতার্থ আমি, কৃতজ্ঞতা ও অকৃত্রিম ধন্যবাদ।

ডিপিএড ২১-২২ পটিয়া পিটিআই জিন্দাবাদ।

 

শত প্রতিকূলতার মাঝেও চেষ্টা আছে থাকবে অবিরত।

সেবামূলক পেশা, তাইতো কাজটি স্বপ্রণোদিত।

 

আমি সবার, সবাই আমার সহকর্মী, সহযাত্রী।

শিক্ষায় অবদানকারী মোরা আলোকবর্তিকাবাহী।

 

আপন মনন, চিন্তা-চেতনা আর বুদ্ধি বিবেচনায়,

শিক্ষার গুণগত মানোন্নয়নে আমরা এগিয়ে যায়।

 

জীবনে উচ্চতর দপ্তরে, ভাল বেতনে শীতাতপ কক্ষে,

অর্থোপার্জনের সুযোগ পেয়েও চলছি আপন অক্ষে।

 

জানিনা কী পাব আর নাই পাব, থাকি সদা মগ্ন,

রাখি নাকি নিজেকে সদাব্যস্ত লাভে জ্ঞানানন্দ।

 

ভারচুয়ালি কিংবা সরাসরি প্রশিক্ষণ নিব, নিচ্ছি।

এভাবে আমরা নিজেদের জ্ঞান আরও ঝালিয়ে যাচ্ছি।

 

রূপকল্প ২০২১ বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

দেশ ও জাতির উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ।

 

কোমলমতি শিশুর বিকাশে আমরা বদ্ধপরিকর,

ভালবাসায় হোক, জয় হোক মানবতার।

 

প্রশিক্ষণ শেষে জ্ঞানের মশাল হবে আরও প্রজ্জ্বলিত,

কোমলমতি শিশু তথা দেশ হবে আলোকিত।

 

সেই স্বপ্নে আজকের মত লেখা এখানেই হল সাঙ্গ।

সবার প্রতি রইলো সালাম আর অশেষ শ্রদ্ধা-সম্মান ।

 

কলমে-

স্বপ্নবাজ রানা স্যার

০৫ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ

রোজঃ মঙ্গলবার

হালিশহর, চট্টগ্রাম

 

#বিঃদ্রঃ কেউ অন্যভাবে নিবেন না,

স্বভাবত লেখার কাজ আর ভাবনা।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি