Loading..

ভিডিও ক্লাস

২১ জানুয়ারি, ২০২১ ০৯:৪০ অপরাহ্ণ

আকাইদ ও ফিকাহ(ঈমান)- ৮ম,মোঃ নূরুল আমিন,নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদরাসা।

আকাইদ ও ফিকাহ,৬ষ্ঠ,মোঃ নূরুল আমিন,নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদরাসা।আল-কোরআনের সূরা বাকারা দুই হতে চার আয়াতে ঈমান সম্পর্কে এই বিষয় গুলি উল্লেখ করা হয়েছে। ইসলাম এবং ঈমান নিম্নোক্ত বিষয়সমূহের উপর সিরিজের একটি অংশ Mosque02.svg স্বতন্ত্র মুমিন – ঈমানের বিষয়সমূহে বিশ্বাসী মুসলিম – আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ফাসিক – পাপী, পাপে লিপ্ত ব্যক্তি কাফির – সত্য গোপনকারী, ইসলাম অস্বীকারকারী মুনাফিক – প্রতারক, গোপনে ইসলাম অস্বীকারকারী মুশরিক – আল্লাহ ছাড়া অন্যের উপাসনাকারী দল আহলে কিতাব বিষয় দ্বীন দেস ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। ইসলাম ধর্মে ঈমানের অর্থ অত্যন্ত ব্যাপক [১]। ঈমানের সাতটিি স্তম্ভ হচ্ছেঃ[২][৩][৪][৫] এক. একক ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা। দুই. আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। তিন. সমস্ত আসমানী কিতাব সমূহতে বিশ্বাস। চার. সকল নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস। পাঁচ.তাক্বদীর বা ভালো মন্দের ওপর আল্লাহর ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা। ছয়. আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস। সাত. মৃত্যুর পর পুনঃজীবিত হওয়ার প্রতি বিশ্বাস। আল-কোরআনের সূরা-বাকারা এর দুই হতে চার আয়াতে ঈমান সম্পর্কে এই বিষয় গুলি উল্লেখ করা হয়েছে।