Loading..

ভিডিও ক্লাস

২৩ জানুয়ারি, ২০২১ ০৪:০৫ অপরাহ্ণ

কারক বিভক্তি - নবম - দশম শ্রেণী - রায়হান উদ্দিন - নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা।

কারক বিভক্তি - নবম - দশম শ্রেণী - রায়হান উদ্দিন - নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা। ০ (শূণ্য) বিভক্তি (অথবা অ-বিভক্তি), এ (য়), তে (এ), কে, রে, র (এরা) - এ কয়টিই খাঁটি বাংলা শব্দ বিভক্তি। এছাড়া বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দও কারক-সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত রয়েছে। যেমন - দ্বারা, দিয়ে, হতে, থেকে ইত্যাদি।বাংলা শব্দ-বিভক্তি সাত প্রকার:বিভক্তি একবচন বহুবচনপ্রথমা ০, অ, এ (য়), তে, এতে। রা, এরা, গুলি (গুলো), গণ।দ্বিতীয়া ০, অ, কে, রে (এরে), এ, য়, তে। দিগে, দিগকে, দিগেরে, *দের।তৃতীয়া ০, অ, এ, তে, দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক। দিগের দিয়া, দের দিয়া, দিগকে দ্বারা, দিগ কর্তৃক, গুলির দ্বারা, গুলিকে দিয়ে, *গুলো দিয়ে, গুলি কর্তৃক, *দের দিয়ে।চতুর্থী দ্বিতীয়ার মতো দ্বিতীয়ার মতোপঞ্চমী এ (য়ে, য়), হইতে, *থেকে, *চেয়ে, *হতে। দিগ হইতে, দের হইতে, দিগের চেয়ে, গুলি হইতে, গুলির চেয়ে, *দের হতে, *দের থেকে, *দের চেয়ে।ষষ্ঠী র, এর। *দিগের, দের, গুলির, গণের, গুলোরসপ্তমী এ (য়), তে, এতে। দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।