Loading..

খবর-দার

২৯ জানুয়ারি, ২০২১ ০৬:২২ অপরাহ্ণ

৬০ ও ৮৪ কর্মদিবসে পড়ানো সিলেবাসে পরীক্ষা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এই সিলেবাসের ওপর ভিত্তি করে ক্লাস নেওয়া হবে। তবে এসএসসি পরীক্ষার্থীদের ৬০ ও এইচএসসি পরীক্ষার্থীদের ৮৪ কর্মদিবসের মধ্যে যতটুকু পড়ানো হবে ততটুকুর ওপরেই পরীক্ষা হবে। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ‘জ্ঞানভিত্তিক বাংলাদেশ ও জাতির পিতা’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, পুলিশ সুপার এসএম মুরাদ আলী প্রমুখ।