Loading..

প্রকাশনা

০৪ ফেব্রুয়ারি , ২০২১ ০২:৫৪ পূর্বাহ্ণ

একুশে ফেব্রুয়ারি

ফাগুনের আগুন ঝড়ে

শিমুলের ঐ ডালে

বুক ফাটা ক্রন্দনে অশ্রু ঝরে

কষ্টের দলা বেয়ে যায় দুই গালে।


শহীদ মিনার আজ ফুলে ফুলে ভরা

ছেলে হারা মায়ের নিঃস্বতায় গড়া।

আমাদের বিবেককে দেয় নাড়া 

ভাষার জন্য জীবন দিলেন যাঁরা, 

বাংলা ভাষার মান রক্ষায়

নেয়া হয় না কোন উদ্যোগ!


কথায় কথায় বিদেশি ভাষা প্রীতি

কতটা যে অবহেলা ভাষা শহীদের প্রতি!

মায়ের কষ্ট যায় যে বেড়ে আরো 

সর্বত্র প্রয়োগ হয় নি বাংলা ভাষার আজও।


ভাষা যে আমার সন্তান তুল্য!

মায়ের আকুতি বুঝে না কেহ!


বাংলা ভাষার মান,

সে যে মায়ের সম্মান।


ভুলব না কখনো মোরা ভাষা শহীদের অবদান,

জীবন দিয়ে রাখব মোরা মাতৃভাষার সম্মান।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি