Loading..

উদ্ভাবনের গল্প

১৭ ফেব্রুয়ারি , ২০২১ ০৪:৪৯ অপরাহ্ণ

ট্যানগ্রাম

ট্যানগ্রাম মূলত একটি পাজল যা পাঁচটি ত্রিভূজ (দুটি ছোট ত্রিভূজ, একটি মাঝারি ত্রিভূজ এবং দুটি বৃহৎ ত্রিভূজ), একটি বর্গক্ষেত্র এবং একটি সামন্তরিক ক্ষেত্র দ্বারা গঠিত। মাত্র ৭ টি জ্যামিতিক আকৃতি নানাভাবে সাজিয়ে হাজার হাজার শেপের ছবি তৈরি করার খেলা হচ্ছে ট্যানগ্রাম।

শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং গণিতের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষে এই ট্যানগ্রাম খেলাপ্রত্যেক শিক্ষার্থী শিক্ষককে অনুসরন করে একটা বর্গাকৃতি কাগজ সাত টুকরা করবে এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থী জ্যামিতিক আকৃতি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেএই সাত টুকরা ব্যবহার করে বিভিন্ন বস্তুর এবং প্রাণীর আকৃতি এবং ইংরেজিতে ০-৯ পর্যন্ত সংখ্যা তৈরি করবে