সকল প্রাথমিক শিক্ষককে করোনা টিকা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সকল প্রাথমিক শিক্ষককে করোনা টিকা নেয়ার জন্য অতিদ্রুত নিবন্ধন সম্পন্ন করা ও টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আজকে ১৮ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(পলিসি এন্ড অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে,অগ্রাধিকারভিত্তিতে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোভিত-১৯ টিকার আওতায় আনার নির্দেশনার প্রেক্ষিতে ইতিমধ্যে অনেক শিক্ষক টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন এবং নিবন্ধনকৃত শিক্ষকের অনেকেই টিকা গ্রহণও করেছেন।
কিন্তু এখনও বিভিন্ন কারণে অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেনি মর্মে জানা যায়।
বর্ণিতবস্থায় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোভিড-১৯ এর টিকার আওতায় আনার লক্ষ্যে সংযুক্ত নির্দেশিকার আলোকে অতিদ্রুত নিবন্ধন সম্পন্ন ও টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরী।

মতামত দিন


লুৎফর রহমান
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত ৫৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। কনটেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/880562
সাম্প্রতিক মন্তব্য