Loading..

ম্যাগাজিন

২২ ফেব্রুয়ারি , ২০২১ ০৭:০১ পূর্বাহ্ণ

@ কখনো সবুজ, কখনো লাল…………

তাহিরপুর সীমান্তবর্তী ভারতের খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত যাদুকাটা নদী দিনের বিভিন্ন সময়ে যেন যাদুবলে রূপ বদলায়। কখানো গাঢ় সবুজ রং ধারণ করে, আবার কখনো হালকা রক্তিম। বর্ষায় নদীর উন্মত্ততায় পিলে চমকে দেয়। আর হেমন্তের হিমশীতল জলের কাছে চিকচিক বালুর দৃশ্য পর্যটকদের চোখ ধাঁধিয়ে দেয় বলে পর্যটকরা নদীকে রূপের রাণী বলে অভিহিত করে থাকেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি