Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ ফেব্রুয়ারি , ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ

লখার একুশে-মাতৃভাষার প্রতি শ্রদ্ধা -৭ম শ্রেণি-সপ্তবর্ণা

মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ

বাংলা অক্ষর বা বর্ণমালা বাঙালি জাতির অনন্য সম্পদ। এই বর্ণমালা বাঙালি প্রাণের সঙ্গে অস্তিত্বের সঙ্গে মিশে আছে। বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয়। বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী। বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে। কখনো তার চিত্তে বাজায় সুরের নূপুর।

বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস। আমাদের অক্ষরসমূহ আপন-পর সকলকে কাছে টানে, দুর করে দেয় সব বিভেদ। বাংলা অক্ষর বাঙালির বুকে সঞ্চার করে অবারিত আশা। মাতৃভাষা ও মাতৃভাষার জন্য আন্দোলন থেকে আমরা পেয়েছি স্বাধীনতার অনুপ্রেরণা ।

আমাদের সকলের উচিত মাতৃভাষার মর্যাদা রক্ষা করা এবং শুদ্ধ বানান চর্চা করা, তাহলেই মাতৃভাষার গুরুত্ব , শ্রদ্ধা ও মমত্ববোধ বিকশিত হবে। আর আমরা বীরের জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাড়াতে পারবো।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি