Loading..

প্রেজেন্টেশন

০১ মার্চ, ২০২১ ১০:২১ পূর্বাহ্ণ

ঝর্ণার গান (নবন-দশম শ্রেণি)
ছন্দরাজ কবি সত্যেন্দ্রনাথ দত্ত ‘ঝর্ণার গান’ কবিতায় ঝর্ণার রূপ ও চলার গতি চমৎকারভাবে তুলে ধরেছেন।
ঝর্ণার চঞ্চল পা পুলকিত ও গতিময়। ঝর্ণা স্তব্ধ পাথরের বুকে এঁকে দেয় আনন্দের পদচিহ্ন। নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না। পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়। চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারাময় ঝর্ণা। চমৎকার এর ধ্বনিমাধুর্য ও বর্ণবৈভব। এই জলধারার যে সৌন্দর্য ও অমিয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত এই অম্বুরাশি পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি মনোহর।

ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

করোনার সেকেন্ড ওয়েভে নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।


আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ঝর্ণার গান কবিতাটি।

শিক্ষার্থী শিখতে পারবে -

১. কবি সত্যন্দ্রনাথ দত্তের লিখিত মৌলিক কাব্যগ্রন্থের নাম বলতে পারবে

2. ঝর্নার গান কবিতাটি প্রমিত উচ্চারণে আবৃত্তি করতে পারবে

3. কঠিন শব্দের অর্থ বলতে পারবে

4. কবিতার গুরুত্বপূর্ণ চরণ বিশ্লেষণ করতে পারবে 

পদ্যাংশের লিংক সমূহ -

১। বঙ্গবাণী

২। কপোতাক্ষ নদ

৩। জীবন সঙ্গীত

৪।  জুতা-আবিস্কার