Loading..

ভিডিও ক্লাস

০১ মার্চ, ২০২১ ০৪:১৯ অপরাহ্ণ

বল

একটি সমসাঃ

নৌকা ভ্রমণে যেয়ে মুবিন নৌকা থেকে লাফ দিয়ে তীরে ওঠার সময় খেয়াল করে নৌকাটি পেছনের দিকে সরে যাচ্ছে। পরের দিন স্কুলে এসে তার শিক্ষককে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি একটি সমীকরণ লেখেন বোর্ডে।

ক) বল কাকে বলে?

খ) হাঁটার সময় আমরা মাটির ভেতর ঢুকে যাই না কেন?

গ) P বস্তুটির ত্বরণ নির্ণয় করো।

ঘ) উদ্দীপকে মুবিনের নৌকা থেকে লাফ দিয়ে তীরে ওঠার সময় নৌকাটি পেছনের দিকে সরে যাওয়ার আসল কারণ ব্যাখ্যা করো।

উত্তর :

ক) যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে।

খ) আমরা হাঁটার সময় মাটির ভেতর ঢুকে যাই না মাটির প্রতিক্রিয়া বলের কারণে। মাটির ওপর দিয়ে আমরা যখন হাঁটি, তখন মাটিতে বল প্রয়োগ করি, যাকে বলে ক্রিয়া বল। এ বল প্রয়োগের কারণে মাটির ভেতরে আমাদের ঢুকে যাওয়ার কথা। কিন্তু মাটি এই সময় আমাদের ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হওয়ায় আমরা মাটির ভেতর ঢুকে যাই না।

গ)

দেওয়া আছে, বল F=500N

ভর, m=100kg

ত্বরণ, a=?

আমরা জানি, F=ma

বা, a=F/m

সুতরাং a= 500/100 N/kg

=5ms-2 (মিটার পার সেকেন্ড স্কয়ার)